এখন পর্যন্ত বিশ্বের প্রায় তেইশটা দেশে আত্মহত্যা এবং আত্মহত্যার চেষ্টা উভয়ই অপরাধ বলে ঘোষিত। কিন্তু, এতে করে যে জটিলতা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যারা মারাত্মক রকমের হতাশাগ্রস্ত এবং হতাশার কারণে আত্মহত্যার প্রবণতায় আক্রান্ত তাদের মাথায় ঢুকে যাচ্ছে যে তারা অপরাধী। আর, এর ফলে দ্বিমুখী স্নায়ুচাপের শিকার হয়ে তাদের মানসিক ভারসাম্য পুরোটাই হারিয়ে যেতে বসেছে। BTF এই জটিলতা দূরীকরণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। যারা আত্মহত্যার প্রবণতায় আক্রান্ত তাদের জন্যে সবচেয়ে বেশি যেটা দরকারি, সেটা হচ্ছে মানসিক আশ্রয়। তারা পারিবারিক ও সামাজিক সহানুভূতি অর্জন করতে পারলে উপকৃত হবে। অপরাধীর তকমা এঁটে না দেওয়ার বিষয়টা এমন একটা পদক্ষেপ, যেটা আত্মহত্যা—বিরোধী পদক্ষেপগুলোর অন্যতম। BTF—র লক্ষ্য এই যে আত্মহত্যা প্রবণতায় আক্রান্ত ব্যক্তি—বিশেষকে একে একে শনাক্ত করা এবং তাদের মানসিক উন্নয়ণের জন্য ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করা। জন—সমাজে সচেতনতা ও সংবেদনশীলতা বাড়লে আত্মহত্যা ও আত্মহত্যার প্রবণতার অভিশাপমুক্ত সুন্দর পৃথিবী অবশ্যই গড়ে উঠবে।