You are currently viewing দেশে পুরুষের চেয়ে নারীর। আত্মহত্যা প্রায় দ্বীগুণ

দেশে পুরুষের চেয়ে নারীর। আত্মহত্যা প্রায় দ্বীগুণ

  • Post comments:0 Comments
  • Reading time:1 mins read

ডা. এএসএম বদরুদ্দোজা: বিশ্বে প্রতিনিয়ত ঘটছে আত্মহত্যার ঘটনা। পৃথিবীর অন্যান্য দেশে নারীর তুলনায় পুরুষ বেশি আত্মহত্যা করে থাকে তবে ভারতীয় উপমহাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন । উপমহাদেশে পুরুষের চেয়ে নারী প্রায় দ্বীগুণ আত্মহত্যা করে। বিশেষজ্ঞদের মতে বায়ােলজিকাল, সসাইকোজিকাল, সামাজিক বিভিন্ন জটিল পরিস্থিতিতে এক ধরণের নিরাপত্তাহীনতা ও অসহায়বােধের কারণে, বিষন্নতার কারণে উপমহাদেশে নারীর আত্মহত্যা অধিক। ডমেস্টিক ভায়ােলেন্স, যৌতুক, সম্পর্কের জটিলতা ইত্যাদি কারণে নারীরা আত্মহত্যা করে থাকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে বিশিষ্ট মনােরােগ বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, পুরুষশাসিত সমাজ ব্যবস্থা ও নারীর ক্ষমতায়ন না থাকাকে নারী আত্মহত্যার অন্যতম প্রধান কারণ বলে মনে করেন।

তিনি বলেন, ২০১৪ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্য অনুযায়ী বাংলাদেশের আত্মহত্যার পরিস্থিতি ভয়াবহ। পুলিশ সদর দপ্তরের হিসাবে গত ৫ বছরে সারা দেশে ৫৯ হাজার ৭৬০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু আত্মহত্যা। প্রতিরােধে তেমন কোনাে জনসচেতনতামূলক পদক্ষেপ এখনাে গৃহীত হয়নি। অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ তার জানান, বাংলাদেশে গড়ে প্রতিদিন ২৮ জন আত্মহত্যা করে। আত্মহত্যাপ্রবণ বেশিরভাগই ২১ থেকে ৩০ বছর। বয়সী। ২০১৩ সালে শুধু বিষপান আর ফাঁসীতে ঝুলে আত্মহত্যার ঘটনা ১০২৯টি। সবচেয়ে ভয়াবহ যে বিশ্বে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে আত্মহত্যা। ২০১২ সালে বিশ্বে ৮ লাখ,৩ হাজার ৯শে লােক আত্মহত্যা করেছেন যার মধ্যে ৬ লাখ ৬ হাজার ৭শাে লােক। উন্নয়নশীল রাষ্ট্রের। বিশ্বে প্রতিনিয়ত ঘটছে আত্মহত্যার ঘটনা। বিশ্ব স্বাৰ্য্য সংস্থা আশংকা করছে, ২০২০ সাল নাগাদ প্রতি বছর সারে ১৫ লাখ মানুষ আত্মঘাতি হবে। আত্মহত্যার চেষ্টা চালাবেন এর চেয়েও ১০ থেকে ২০ গুণ মানুষ।

Leave a Reply