World Suicide Prevention Day 2022

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ব্রাইটার টুমোরোর সেমিনার ‘ হাউ টু হ্যান্ডেল এ সুইসাইডাল পেশেন্ট” আত্মহত্যা প্রতিরোধের জন্য জাতীয় নীতি এবং পরিকল্পনাগুলি বিকাশ ও মূল্যায়নের জন্য দেশগুলির ক্ষমতাকে শক্তিশালী করায় প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস (WSPD) পালন করা হয়। আত্মহত্যা প্রতিরোধে বিশ্বব্যাপী প্রতিশ্রুতি এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহনের লক্ষ্য নিয়ে ২০০৩ সাল থেকে বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (IASP) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ (WFMH) একত্রে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসটি শুরু করে। ২০১১ সালে আনুমানিক ৪০ টি দেশ এই উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।

২০১৫ সালে ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ) আত্মপ্রকাশের পর থেকে আত্মহত্যা প্রতিরোধে দিবসটি পালনে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২১,২০২২ ও ২০২৩ সালের প্রতিপাদ্য, “কাজের মাঝে জাগাই আশা” (Creating Hope Through Action- কে সামনে রেখে বিটিএফ আয়োজন করেছে “ How to handle a suicidal patient.”- শীর্ষক এক সেমিনারের। দেশের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞদের অংশগ্রহনে বিষয় ভিত্তিক রিসোর্স পার্সন হিসেবে থাকবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনসটিটিউটের সহযোগী অধ্যাপক বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমদ। আলোচনায় অংশ নিবেন ডা. ফারজানা রহমান দীনা।আলোচনায় অংশ নিবেন ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. ফারশিদ ভূইয়া। ফাউন্ডেশনের সভাপতি জয়শ্রী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি খাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদঅধ্যাপক ড. আ আ ম শ আরেফিন সিদ্দিক। আত্মহত্যা প্রতিরোধ সব ধরনের মানুষের দায়িত্ব। তাই দেশের বিভিন্ন পর্যায়ের সেলিব্রেটি, কবি শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, আইনজীবী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিকগণ অনুষ্ঠানে আলোচনায় অংশ নিবেন। বাংলাদেশের সার্বিক আত্মহত্যার চিত্র নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে। দিবসটিকে ঘিরে একটি সুভিনিরও বেড় করে উপস্থিত সকলকে দেওয়া হবে। সকাল ১০ টা থেকে শুরু করা অনুষ্ঠানটি চলবে দুপুর পর্যন্ত। দুপুর সোয়া ১ একটায় মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে।
অনুষ্ঠান সূচি
১০ টায় থিম সং
১০টা ১৫ মিনিটে স্বাগত বক্তব্য
১০টা ১৬ মিনিটে তথ্যচিত্র প্রদর্শন
১০ টা ৩০ মিনিটে ব্রেকফাস্ট
১০টা ৪০ মিনিটে দিবসটির প্রতিপাদ্য ঘিরে বক্তব্য রাখবেন উপস্থিত সুধিবৃন্দ।
১১ টায় সেমিনারের বিষয়ভিত্তিক আলোচনা