ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বি‌টিএফ)- এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ি‌য়ে‌ছে আত্মহত‌্যা প্রতি‌রোধমূলক সংগঠন ‘ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বি‌টিএফ)’। বি‌টিএফ টিম দুর্গত এলাকায় গিয়ে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করেছে। বি‌টিএফ- এর এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো তাদের সমস্ত কষ্ট দূর করতে পারবে না, তবে এই সহায়তা তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি দেবে বলে আমরা বিশ্বাস করি। বি‌টিএফ- এর এই উদ্যোগ সফল করতে যারা পাশে থেকেছেন এবং যাদের সহযোগিতা পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply